নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার শুক্রবার (১ মে) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ ঘটনায় নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম ও নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার এখনকোয়ারেন্টাইনে রয়েছেন।
এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, ডিসি হারুন-অর-রশীদ, এসপি প্রকৌশলী আবদুল মান্নান ও সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামানকেও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
২ মে শনিবার বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোরশেদ।
তিনি জানান, ২৭ এপ্রিল সকালে নওগাঁর ডিসি কার্যালয়ের সম্মেলনকক্ষে করোনা সংকট মোকাবিলায় ত্রাণের সমন্বয়, ধান কাটাসহ নানাবিধ বিষয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগ দেন এমপি শহীদুজ্জামান সরকার। সেখানে উপস্থিত ছিলেন তারা।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত এমপির নির্বাচনী এলাকা পত্নীতলা-ধামইরহাটের ইউএনওসহ অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাদেরও কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সান নিউজ/সালি