নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও: করোনাকালীন বিয়ে অনুষ্ঠানে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান ভেঙ্গে দেয় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২জুলাই) উপজেলা প্রশাসন সেই সাথে বর ও কনের পিতাকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা বানিয়াপাড়া গ্রামের ভাগীরথ বর্মন পার্শবর্তী দক্ষিণ বটিনা শ্রী ইলেকশন এর মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।শুক্রবার রাতে বরযাত্রী বিয়ে নিয়ে যাওয়ার কথা।।যথারীতি বর ও কনের ধুমধামের সঙ্গে কাপড় দিয়ে প্যান্ডেল বানানো হয়।চলে বিয়ের আয়োজনের আনুষ্ঠানিকতা। আত্বীয় স্বজনদের দাওয়াত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে গোপন সংবাদের খবরের ভিত্তিতে বর ও কনের বাড়িতে ছুটে যান এবং বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় প্যান্ডেল ভেঙ্গে দেন। সেই সাথে করোনাকালীন বিধিনিষেধ অমান্য করায় ছেলে ও মেয়ের বিয়ের আয়োজন করায় ছেলের পিতা ভগীরথকে ৫ হাজার টাকা কনের পিতা ইলেকশন (৪৫) ৫ হাজার টাকা জরিমানা করেন।
সাননিউউ/জেআই