নিজস্ব প্রতিনিধি: এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ অমান্য করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৯ মামলায় ১৩ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রমমাণ আদালত।
শুক্রবার (২ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রমমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে রেস্টুরেন্টের ভেতর একের অধিক লোককে বসিয়ে খাবার পরিবেশন করায় স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়ারল্যাস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও বড় ষ্টেশন মোলহেড এলাকায়।
এদিকে, সরকার ঘোষিত লকডাউন অমান্য করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাস্থ পৌর বাজারে দোকানপাট খোলা রাখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬ হাজার ৮শ টাকা অর্থদণ্ড দেয় ভ্রমমাণ আদালত। শুক্রবার সকাল ১০টায় মতলব পৌর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় অভিযানে অংশ নেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ থানার এস আই মো. আউয়াল।
সাননিউউ/জেআই