নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে করোনায় মৃত্যু ও সংক্রমণের হার প্রতিদিনিই বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শনাক্ত হয়েছে নতুন করে ২৩৫ জন।
জানা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, বাড়িতে ২ জন ও জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে জেলায় প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। এতে হাসপাতালে পর্যাপ্ত বেডের সংখ্যা না থাকায় বাধ্য হয়ে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
এছাড়া করোনা ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা না থাকায় জেনারেল হাসপাতালে গাইনি ওয়ার্ডের পাশে একটি ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছে কর্তৃপক্ষ।
এতে জেনারেল ওয়ার্ডে ভর্তি নিয়ে চিকিৎসা নেওয়া সাধারণ রোগী ও স্বজনরা করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন।
সাননিউজ/এসএ