নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান গেট থেকে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক কারারক্ষী ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে শাহিনুল ইসলাম (২৮)। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মমিন জানান, কারাগারের বাইরে থেকে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারে প্রবেশ করছিল কারারক্ষী শাহিনুল ইসলাম। একপর্যায়ে কারাগারের প্রধান গেটে দায়িত্বরত রক্ষীরা তাকে তল্লাশি করে।
এ সময় তার আন্ডারওয়ারের ভেতর থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমএম