নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে ট্রাক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকালে সদর উপজেলার কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ির ফুলতলা কোনাগাঁও এলাকার মছকন আলীর ছেলে রফিক উদ্দিন ও কুলাউড়ার বরমচালের আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুহিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার যাওয়ার পথে মাছ ও সবজিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন। এসময় আহত তিনজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাননিউজ/এমএইচ