নিজস্ব প্রতিনিধি, বরগুনা : বরগুনায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনে সামাজিক দূরত্ব মানছেন না এলাকাবাসী। ঢিলেঢালা ভাবে লকডাউন পালন করতে দেখা গেছে শহরের সাধারণ মানুষের মধ্যে।
বৃহস্পতিবার (১ জুলাই) নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাটসহ অন্যান্য দোকানপাটও খোলা দেখা গেছে। স্বাভাবিকভাবে অটোরিকশা চলাচল করছে।
স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, নেই কারো মাস্ক। প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এই শহরে।
বরগুনায় গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত সর্বোচ্চ কোভিড আক্রান্ত হয়েছে ২৭ জন। জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৬ জনের।
বরগুনা বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্বাবধায়ক খান সালামত উল্লাহ জানিয়েছেন, এ জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা পজিটিভ ১৪৮৮ জন। এদের মধ্যে ১২৯০ জন সুস্থ হয়েছেন।
সান নিউজ/এসএ