সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় চলাচলের রাস্তা লিজ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের হাসপাতাল মোড়ের একটি চলাচলের রাস্তা লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ। ওই রাস্তাটি নিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সঙ্গে জেলা পরিষদের মামলা চলমান থাকা অবস্থাতেই লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। রাস্তাটি লিজ দিলে এলাকার মানুষের দুর্ভোগ বাড়বে। এ নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, সরাইল হাসপাতাল মোড়ের সরাইল মৌজার ৭২৮৭ নম্বর দাগের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা এবং এটি জনসাধারণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় কয়েকমাস আগে জেলা পরিষদের এক সদস্যের নেতৃত্বে ওই রাস্তায় ঘর তোলার চেষ্টা করা হয়। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে ওই সদস্য পিছু হটতে বাধ্য হন। এ নিয়ে জেলা পরিষদের সঙ্গে সওজ এর মামলা চলমান। এ অবস্থাতেই জায়গাটি লিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, 'আমাদের নীতিমালা ফলো করে যেসব জায়গা লিজ দেওয়া যায় সেগুলো দেওয়া হবে। এরই অংশ হিসেবে ওই জায়গাটিও লিজ দেওয়া হবে।' জায়গাটি নিয়ে সওজের সঙ্গে মামলা চলমান উল্লেখ করে তিনি জানান, যদি আইনি প্রক্রিয়ায় কিছু হয় সেটা সেভাবেই দেখা হবে।

সওজ-এর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক এ প্রতিবেদককে বলেন, 'আমি ওই এলাকায় সার্ভেয়ার পাঠিয়েছি। যদি জায়গাটি আমাদের দখলে থাকে ও সব কাগজপত্র ঠিক থাকে তাহলে লিজ না দেওয়ার জন্য জেলা পরিষদকে চিঠি দেওয়া হবে।'

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা