নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগের ২৪ ঘণ্টাতে রাজশাহী মেডিকেলে সর্বোচ্চ মৃত্যু হয় ২৫ জনের।
এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। বাকি ৭ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে নারী ৫ ও পুরুষ ৭ জন।
মৃতদের মধ্য রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোর ও নওগাঁর ১ জন করে রয়েছেন। চলতি মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে মারা যান ১৬৮ জন। বাকিদের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা গেছে ৪ জন ষাটোর্ধ্ব, ৫ জন পঞ্চাশোর্ধ্ব, চল্লিশোর্ধ্ব ২ ও ত্রিশোর্ধ্ব ১।
হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী মেডিমেডি কলেজ হাসপাতাল ল্যাবে ৬৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ২৪৮ জনের।
রাজশাহী জেলার ৩৯৩ নমুনা পরীক্ষা করে ১২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
চাঁপাইনবাগঞ্জের ৪ নমুনার মধ্যে ২টি পজেটিভ এসেছে। আর নওগাঁর ২৪৬ নমুনার মধ্যে ১২০ জনের করোনাভাইরাস পাওয়া যায়।
সান নিউজ/এসএম