নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তর মুগদায় একটি নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিক শুভ (২৭) নিহত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুড় ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের সহকর্মী নাজমুল হাসান জানান, তারা উত্তর মুগদার বড় মসজিদ সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। শুভ ওই নির্মানাধীন ৬তলা ভবনের ৫ম তলাতে সেন্টারিংয়ের কাজ করছিল। এ সময় সেখান থেকে নিচে পড়ে যায় ওই শ্রমিক। শব্দ শুনে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নিহতের বড় ভাই সোহেল রানা জানান, তাদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বানিপাড়া গ্রামে। বাবার নাম মৃত নয়ন মিয়া। শুভ নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন এবং রড মিস্ত্রীর কাজ করতেন।
তিনি আরও জানান, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট শুভ। এক বছর আগে বিয়ে করেছেন শুভ। তার স্ত্রী ৩/৪ মাসের অন্তঃসত্ত্বা। গ্রামের বাড়িতে থাকেন তিনি। গত এক মাস ধরে শুভ মুগদায় নির্মাণ কাজ করছিলেন।
ঢামেক হাসপাতালেরর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সাননিউজ/এসএ