নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের যমুনা নদীর স্থায়ী শহররক্ষা বাঁধ ধসে পড়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর ২টার দিকে পুরাতন জেলখানা ঘাট এলাকায় আকস্মিকভাবে এ ভাঙন শুরু হয়। এ সময় ৫০০ মিটার বাঁধ ধসে পড়েছে।
বাঁধে এই ধসের কারণে সিরাজগঞ্জবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, পানির ঘূর্ণাবর্তের কারণে বাঁধের নিচের অংশের মাটি সরে যাওয়ায় ওপরের সিসি ব্লকগুলো দেবে আকস্মিকভাবে এই ধস নেমেছে।
তাৎক্ষণিকভাবে বালুর বস্তা (জিও ব্যাগ) ফেলে ও সিসি ব্লক দিয়ে ধস নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এখনো ভাঙন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
সান নিউজ/ আরএস