নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে পূর্ব বিরোধের জের ধরে জুনেদ (৪০) নামের এক যুবককে গুরুতর আহত করেছে ।
সোমবার (২৮ জুন) বিকালে সুনামগঞ্জ মাছ বাজারে এ ঘটনা ঘটে।
আহত জুনেদ আরপিননগর নিবাসী জাহার মিয়ার ছেলে। ঘটনার পর পরই আহত যুবকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে সুনামগঞ্জ বাজারে মাছ কিনার সময় পিছন থেকে ঘাতক আতিক বাঁশ দিয়ে জুনেদের মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে মাছ ব্যাবসায়ীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় হামলাকারী আতিকুরের (৩৮) বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসী আতিকুর এর আগেও ভূয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজী করতে গিয়ে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাভোগ করে বলে জানান এলাকাবাসী।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এসএ