নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের ফতুল্লাথানাধীন চাষাঢ়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রুবেল (২৮) নামে এক যুবক নিহত এবং আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার(২৮জুন) রাত ১০টায় ফতুল্লার চাষাঢ়া রেল স্টেশন এলাকাতে এই ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, চাষাঢ়ায় ক্লাবটি পরিচালনা করতেন মানিক ও শামীম। সেখানে কয়েকদিন ধরেই হানা দিচ্ছিল ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রুপ। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে উভয় পক্ষের লোকজন একে অন্যের উপর হামলা চালায়। তখন রুবেল নামে এক নৈশপ্রহরী গুরুতর জখম হন। তাকে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ সময় ধারালো ছুরির আঘাতে আহত জুয়েল (৩২), জামান (২৮), চঞ্চল (২৮) ও সোহাগকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, বস্তিতে একটি ক্লাব তৈরি হয়েছে। সেই ক্লাবটি দখলের জন্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।
সান নিউজ/এসএ