সান নিউজ ডেস্ক:
ডিজিটাল সিস্টেমে এখন থেকে জমির জরুরি খতিয়ানের সার্টিফায়েড কপি স্বল্প মূল্যে দ্রুত পাওয়া যাবে।
মাত্র ৪৫ টাকার বিনিময়ে সরাসরি বা ডাকযোগে মিলবে এ কাগজ। তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি পাওয়া যাবে হাতে।
বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌজা ম্যাপ পাওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে সিট নম্বর বাছাই করতে হবে। এরপর ‘ক্যাপচা’র যোগফল লিখে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করলে মৌজা ম্যাপ বা নকশা প্রদর্শিত হবে।
এরপরসার্টিফায়েড কপি পেতে সার্টিফায়েড বা অনলাইন কপির বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
প্রদর্শিত ফরমটি পূরণ করার পর প্রয়োজনীয় ফি মোবাইল ব্যাংকিং বা অনলাইনের মাধ্যমে প্রদান করে তিন দিনের মধ্যে ডাকযোগে মৌজা ম্যাপ বা নকশার সার্টিফায়েড কপি পাওয়া যাবে।
সান নিউজ/সালি