নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৯টি ড্রামে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২৮ জুন) ভোর ৫টায় ভৈরবপুর উত্তরপাড়া নাটাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ময়মনসিংহের চর ভবানীপুর এলাকার মো. আব্দুল মজিদ মিয়ার ছেলে মো. সাগর (১৯) ও একই জেলার নিলক্ষীয়া এলাকার মো.রব্বানী মিয়ার ছেলে মো.জসিম (১৯)।
একই সময় তাদের থেকে মাদক বহনকারী পিকআপ ভ্যানসহ এক হাজার টাকা ও প্লাস্টিকের ৯টি ড্রাম জব্দ করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মুহাম্মদ যোবায়ের জানান, এ চক্রটি গাঁজার চালান রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো বলে জানতে পারে র্যাব। এছাড়া গ্রেফতাররা দীর্ঘদিন ধরে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সান নিউজ/ আরএস