নিজস্ব প্রতিনিধি, খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত এই ১১ জনের মৃত্যু হয়। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তাদের মধ্যে ডেডিকেট হাসপাতালে ৬জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫জনের মৃত্যু হয়।
তারা হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন ছিলেন।
ডেডিকেট হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- খুলনার খানজাহান আলী থানা এলাকার আকলিমা (৩৫), সাতক্ষীরার তালার মো. সিফাতুল্লাহ্ (৮৫), খুলনার মৌলভীপাড়ার ফেরদৌসী ইসলাম (৫৮) ও নাইলী (৬৭), খুলনার ডুমুরিয়ার আম্বিয়া (৩৫) এবং বাগেরহাটের মংলার প্রদীপ কুমার (৬৩)।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাট সদরের লাউপোল এলাকার নারায়ণ (৭১), খুলনার বটিয়াঘাটার জেবুন্নেসা (৬৭), নড়াইল লোহাগড়ার কতাকল এলাকার আব্দুর রহমান (৬০), গোপালগঞ্জের আড়পাড়ার সুফিয়া বেগম (৪৫), খুলনার হরিণটানা এলাকার এমএ হাশেম (৬৮)।
এছাড়া রোববার রাতে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ।
সান নিউজ/ আরএস