বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৮ জুন ২০২১ ০৩:১৮
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০১

যুবকের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : সীমানা নিয়ে বাকবিতণ্ডার জেরে প্রতিবেশী রাকিবুল হাসান রিফাত (১৬) যুবকের ধাক্কায় তালেবুজ্জামান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা প্রাণ হারিয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শপাড়ায় এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবুজ্জামান বীর মুক্তিযোদ্ধা শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার আদর্শপাড়ার বাসিন্দা ও নৌবাহিনীর সাবেক সদস্য ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত ওই যুবককে শাজাহানপুর থানা হেফাজতে নিয়েছে পুলিশ । সে একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

নিহতের মেয়ে ফারহানা জামান ও স্বজনরা জানান, রোববার বিকেলে প্রতিবেশী শফিকুল ইসলামের পরিবারের সঙ্গে সীমানা প্রাচীর নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় নিহতের মেয়েদের মারার জন্য রিফাত ও তার বাবা শফিকুল ইসলাম বাঁশ হাতে তেড়ে আসেন। মেয়েদের বাঁচাতে বীর মুক্তিযোদ্ধা তালেবুজ্জামান এগিয়ে আসেন।

এর এক পর্যায়ে রিফাত ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। আহত অবস্থায় তালেবুজ্জামানকে স্থানীয়দের সহযোগিতায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানায়, আমরা নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযুক্ত যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা...

ফেনীতে পিএফজির আন্ত:ধর্মীয় সংলাপ; ধর্মীয় সম্প্রীতি অটুট রাখার আহ্বান

‘বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। কিন্তু এখানে ব্যক্তিগত সমস্যাকে অসাধু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা