নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত দলের নয় সদস্যকে আটক করেছে র্যাব। রোববার (২৭ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এ তথ্য জানান।
এর আগে শনিবার (২৬ জুন) রাতে আশুলিয়ার পাবনার টেক এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ আলী (৩৮), আশরাফ আলী (৪০), আল আমিন (২৫) ও মো. রোকনুজ্জামান (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় পাঁচটি হাঁসুয়া, একটি দা, একটি করাত, একটি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, এক ক্যান বিয়ার, ১১টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকাসহ তাদের আটক করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন স্থানে যানবাহনে ডাকাতি করে আসছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম মণ্ডল বলেন, ‘দীর্ঘদিন ধরে সানোয়ার হোসেন সাংগঠনিক কোনো কাজে আসতেন না। মিছিল-মিটিংয়েও তাকে পাওয়া যেত না। হঠাৎ করে শুনলাম তাকে র্যাব আটক করেছে। সিনিয়র নেতাদের বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সাননিউজ/এমএইচ