নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরের টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকতাদের শাস্তির দাবিতেমানববন্ধন করেছে উপকূলবাসী।
রোববার (২৭ জুন) বেলা ১১টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাবুরায় টেকসই বেড়িবাঁধের দাবিতে বক্তারা বলেন, গাবুরা দ্বীপ ইউনিয়ন হওয়ায় আমাদের সব সময় বাঁধভাঙা নিয়ে আতঙ্কে থাকতে হয়। আকাশে মেঘ দেখলে আতঙ্কে আমাদের ঘুম হারাম হয়ে যায়। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগরের গাবুরার বেড়িবাঁধগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই এলাকায় মানুষ খুবই দুর্ভোগের মধ্যে বাস করছে। অনেক মানুষ এখনও বাঁধের ওপর মানবেতার জীবন যাপন করছে। অনেকে জলবায়ু উদ্বাস্তু হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। তারা আর ফিরে আসছে না।
তারা বলেন, দিন-দিন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে উপকূলীয় ইউনিয়নগুলো। মানুষের কষ্টের সম্পদ কিছু দিন পরপর একেকটি দুর্যোগ এসে নিয়ে চলে যাচ্ছে। বাঁধের জন্য উপকূলের মানুষকে এখনও আন্দোলন করতে হচ্ছে। আমরা ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই।
মানববন্ধনে খায়রুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও শেখ আবু হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম, নাজমুল ইসলাম নয়ন, ইউসুফ সাদিক প্রমুখ। দ্রুত টেকসই বাঁধের দাবিতে বঙ্গবন্ধু কন্যার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সাননিউজ/ জেআই