নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
রোববার (২৭জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। এসময় তাদের কাছ থেকে ১২,৯৩৪ পিস ইয়াবা, ২৭০ গ্রাম ১৩০ পুরিয়া হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল, ৭ বোতল ৯০০ মিলি বিদেশি মদ, ২১৭ কেজি ১৩৫ গ্রাম গাঁজা, ১৮৪ বোতল এস্কাফ (Eskuf), ও ৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬জুন, ২০২১ (শনিবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা করা হয়েছে।
সাননিউজ/জেআই/আরএস