সারাদেশ

অপারেশন জ্যাকপটের খোরশেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মুক্তিযুদ্ধকালীন ‘নৌ কমান্ডো সুইসাইড স্কোয়াডের’ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (বীরপ্রতীক) মারা গেছেন। দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৭১ বছর বয়সী এ বীরের বাড়ি নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডের শান্তিধারা আবাসিক এলাকায়। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমাণ্ডার ছিলেন।

খোরশেদ আলম ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরুর পর তিনি ভারতে গিয়ে নেভাল কমান্ডো হিসেবে প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে তাদের ৬০ জনের একটি নৌ কমান্ডো দল চট্টগ্রাম বন্দরে ‘অপারেশন জ্যাকপট’ নামে দুঃসাহসিক এক অভিযান চালান। তিনিও ওই অভিযানের সঙ্গে ছিলেন।

বন্দরে নোঙ্গর করা জাহাজে মাইন স্থাপন করে উড়িয়ে দেয়ার পর বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা জোরালোভাবে প্রচার হয়। নৌ কমান্ডো সুইসাইড স্কোয়াডের সদস্য হিসেবে খোরশেদ আলম পরবর্তীতে বীরপ্রতীক উপাধি পান।

শনিবার (২৬ জুন) দুপুরে নগরীতে নিজ বাড়ির সামনে মসজিদ ময়দানে প্রয়াতের নামাজে জানাজা হয়। এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনামুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন। সিএমপি কমিশনারের পক্ষে তার ছেলের হাতে শোক ক্রেস্ট দেয়া হয়। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এসময় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই আজম (বীরপ্রতীক), নুরুল হক বীর প্রতীক, মহানগর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মুক্তিযুদ্ধকালীন নৌ কমাণ্ডো দলের সদস্য মোহাম্মদ হোসেন, মো. আনোয়ার ও মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা