নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: সারাদেশে ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের দাবিতে শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন।
সারাদেশে ব্যাটারী চালিত রিকশা ও ইজিবাইক বন্ধের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের ফলে সারাদেশে প্রায় সাড়ে তিন কোটি শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে।
এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় শ্রমজীবী মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে।
বক্তারা আরো বলেন, মহামারী করোনার বিপর্যয়ের কারণে শ্রমজীবী মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। আবারও লকডাউন আসলে শ্রমজীবী মানুষ অসহায় হয়ে পড়বে। তাই তাদের সরকারি প্রণোদনা, ভাল সামগ্রীসহ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া বন্ধ কোকিল টেক্সটাইল মিল চালু করাসহ নতুন শিল্প কল কারখানা স্থাপনের দাবি জানিয়ে সদর হাসপাতালের সকল অনিয়ম দূর্নীতি বন্ধ করাসহ পৌর সভায় রাস্তাঘাট মেরামত করার দাবি জানিয়েছেন।
সান নিউজ/ আরএস