নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে কৃষকের গোলা ভর্তি প্রায় ১০০ মণ ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিভিন্ন জাতের শস্যও পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৬ জুন) ভোরে উপজেলার সিংরইল উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জব্বার বলেন, এই গ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা নিয়মিত জুয়া খেলতে আসে। এ ছাড়া মাদকসেবীরাও নিয়মিত আড্ডা দেয়। এরাই হয়তো চুরি করতে না পেরে আগুন লাগিয়ে চলে গেছে। আগুনে পুড়ে প্রায় আমার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। কিন্তু তারা আসতে আসতে আমার সব শেষ হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম বলেন, ‘এখানে আগুন লাগার কোনো উৎস নেই। এই আগুন কেউ ইচ্ছা করে লাগিয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
সান নিউজ/ আরএস