নিজস্ব প্রতিনিধি, পটিয়া: ক্রেনের তার ছিঁড়ে পটিয়া শিকলবাহা কালারপুল সেতুতে ৩টি গার্ডার ধসে পড়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় পিলারের ওপর গার্ডারগুলো স্থাপনের সময় এ ঘটনা ঘটে। এসময় আহত হয় ৩ জন।
কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নুর জানান, শিকলবাহা খালে নির্মাণাধীন সেতুতে গার্ডার বসানোর সময় ৩টি ধসে পড়লে তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।
দুর্ঘটনায় আহত তিন জনই সেতুর কাজে নিয়োজিত কর্মচারী বলে জানা যায়।
আহতরা হলেন- মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ মফিজ (২৮) ও ফেরদৌস (৪০)।
সান নিউজ/ আরএস