নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের নমুনা পরীক্ষা করে আরো ১১৬ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত নিয়ে আক্রান্তের হার ৫০ শতাংশ। করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৩ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের।
শুক্রবার (২৫জুন) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেহ আকরাম।
এদিকে জেলার দুই সীমান্তবর্তী উপজেলায় চলছে লকডাউন। গত ২৩ জুন থেকে জীবননগরে সর্বাত্মক কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে ২০ জুন থেকে চুয়াডাঙ্গা পৌরসভা ও শহরতলী আলুকদিয়া ইউনিয়নে ৭ দিনের লকডাউন চলছে। আর ১৫ জুন থেকে দামুড়হুদা উপজেলায় চলছে লকডাউন। এসব জায়গায় লকডাউন চলছে নামে মাত্র।
স্বাস্থ্যবিধি ও লকডাউন মানাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১০টা পর্যন্ত ১১টি মোবাইল কোর্টে ১০১টি মামলায় ১১৪ জনকে ৯২ হাজার ৪৮০ টাকা জরিমানা, ১ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ৩২টি ইজিবাইক জব্দ করেছে প্রশাসন। শহরের মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার রাত পর্যন্ত চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৯ জনে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫ জন, বাসায় আইসোলেশনে আছেন ৭৪৪ জন ও রেফার্ড করা হয়েছে ৪ জনকে। এদিকে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৯২ জনের।
সাননিউজ/ জেআই