নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জে নলকূপের পানি নিষ্কাশনের জন্য তৈরি করা কুয়ায় পড়ে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার (২৫ জুন) সকাল ১০টায় কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উক্ত গ্রামের মৃত ওমর আলীর ছেলে আমজাদের বাড়িতে একটি পরিত্যক্ত মাটির কুয়ার পাশে খেলতে গিয়ে আব্দুল হালিমের শিশুপুত্র জিম (৯) ওই কুয়ায় পড়ে যায়। তাকে বাঁচাতে পাশের বাড়ির আজাহারের ছেলে মিজানুর রহমান কুয়ায় লাফিয়ে পড়ে।
কিছুক্ষণের মধ্যে এরা ২ জনই সেখানে মারা যায়। এদের উদ্ধারের জন্য একই গ্রামের তসলিমের ছেলে ফাইন কুয়ায় নেমে সেও অসুস্থ হয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে অবশ্য সে সুস্থ রয়েছে।
সাননিউজ/ জেআই