নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। ১৪ দিনের ব্যবধানে ১৭১ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে তিনশোর বেশি রোগী। মহানগরে লকডাউন শুরুর পরও কমছে না সংক্রমণের হার। উচ্চ সংক্রমণ রোধে কঠোর লকডাউন চেয়েছেন সিভিল সার্জন।
দুই সপ্তাহের লকডাউনের মধ্যে রাজশাহী জেলাতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৪ জন। এই সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৭১ জন।
করোনা সংক্রমণের চরম অবনতির প্রেক্ষিতে রাজশাহী শহরে ১১ জুন বিকেল থেকে শুরু হয় কঠোর লকডাউন। লকডাউন শুরুর পরও কমেনি মৃত্যুর সংখ্যা। বরং দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল জানায়, ১১ জুন হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ১৫ জন। ২৪ জুন ১৮ জনসহ গত ১৪ দিনে এখানে ১৭১ জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন অফিস জানায়, রাজশাহীতে ১১ জুন করোনা শনাক্ত হয় ৩৩৯ জন।
আর ২৪ জুন ৩১৪ জনসহ লকডাউনের ১৪ দিনে ৪ হাজার ৫৭৪ জনে করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে লকডাউনটি পুরোপুরি কাজে লাগেনি। তবে করোনা সংক্রমণ এই সময়ে বাড়েনি, আবার কমেও নি। এ কারণে আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। জেলাজুড়ে মাইকিংসহ সব মাধ্যমে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মাস্ক বিতরণ চলছে। স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা হচ্ছে।’
তিনি বলেন, ‘জেলায় টেস্টের পরিমাণ বাড়ছে। আগে ২০০ থেকে ৩০০ টেস্ট হতো। এখন সব মিলিয়ে কোনো কোনো দিন দুই হাজার পর্যন্ত টেস্ট হচ্ছে। এ কারণে শনাক্ত বাড়ছে। তবে শনাক্ত হার একই আছে। সংক্রমণের হার কমাতে হলে মানুষকে আরও কঠোর লকডাউনের মধ্যে আনতে হবে।’
সান নিউজ/এসএম