নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: অবৈধভাবে বাগদা পোনা আহরণের সময় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রাজাখালী খাল থেকে ৫ জেলেকে আটক করেছে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে দুটি নৌকা, ড্রাম, দা, বৈঠা, দুটি জাল ও দড়িসহ দুই হাজার বাগদা মাছের পোনা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৪) ভোর ৬টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, শ্যামনগরের টেংরাখালী গ্রামে সফেদ গাজীর ছেলে মোশারফ গাজী ও একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম, সাকাত শেখের ছেলে কাদের শেখ, জিয়াদ গাজীর ছেলে অমেদ আলী এবং বৈশখালী গ্রামে শেখ রাশিদুলের ছেলে ফজের আলী।
স্মার্ট পেট্রল টিমের দলপতি মো. নাসিরউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত পোনাগুলো তাৎক্ষণিকভাবে নদীতে অবমুক্ত করা হয়েছে।
সান নিউজ/ আরএস