নিজস্ব প্রতিনিধি, বরগুনা: মাকে বাঁচাতে গিয়ে বাবা বাবা আসাদুল খাঁনের হাতে ছেলে মো. সুমন (১৫) নিহত হয়েছেন। বরগুনার তালতলী শহরের টিএনটি সড়কে এ ঘটনা ঘটে।
বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সুমন দশম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তালতলী উপজেলা শহরের টিএনটি সড়কের একটি বাসায় স্ত্রী-পুত্রসহ থাকতেন আসাদুল খাঁন। পারিবারিক বিষয়ে দীর্ঘদিন যাবত স্ত্রী সেলিনা বেগমের সাথে তার বিরোধ চলছিল। আজ ১১ টার দিকে তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। তখন সুমন বাড়িতে ছিলো না। সে বাড়ি ফিরে দেখে তার বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে উদ্ধত হচ্ছেন। এ সময় বাবাকে ফেরাতে মায়ের সামনে দাঁড়ায় ছেলে। সেই মুহূর্তে ধারালো অস্ত্রের আঘাত স্ত্রী সেলিনা বেগমের শরীরের না লেগে ছেলে সুমনের কপালে লাগে। মুহূর্তের মধ্যেই মাটিয়ে লুটিয়ে পড়েন সুমন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ফাইজুর রহমান তাকে সংকটজনক অবস্থায় বরিশাল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম ছেলে সুমনকে মৃত ঘোষণা করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম বলেন, সুমনকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।
সাননিউজ/এফএআর