নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুন) দুপুর ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক যুবকের নাম বিদ্যুৎ বিশ্বাস (৩৩)। তিনি নগরীর ভাটিখানা এলাকার নিতল বিশ্বাসের ছেলে। অন্য যুবকের নাম পুলিশ জানাতে পারেনি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদ মোর্শেদ টুটুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর ট্রাক চালক মো. রবিউলকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স দেখে দুর্ঘটনায় নিহত এক যুবকের নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার স্বজনদের দুর্ঘটনার খবর জানানো হয়েছে।
সান নিউজ/ আরএস