নিজ্বস প্রতিনিধি, নরসিংদী : করোনার বিস্তার রোধে নরসিংদীতে হাইওয়ে পুলিশ ফাঁড়ি চেকপোস্ট স্থাপন করেছে। যাতে নরসিংদীতে থেকে কেউ বের হতে ঢাকা বিভাগের ৭ জেলায় লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে নরসিংদী-নারায়ণগঞ্জের পুরিন্দায় স্থান এ চেকপোস্ট স্থাপন করে পুলিশ।
বুধবার (২৩ জুন) দ্বিতীয় দিনের মতো যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছেন চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা।
এই কার্যক্রমে জরুরি পরিসেবা, পণ্যবাহী গাড়ী, গণমাধ্যমকর্মী ও গার্মেন্টসকর্মী পরিবহনকারী গাড়ি ব্যতীত সকল প্রকার গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনকে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রবেশ করতে না দিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী এই চেকপোস্ট থাকবে বলে জানিয়েছেন, ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টি.আই নূর হায়দার তালুকদার। তিনি আরো জানিয়েছেন, প্রতিদিন ৩টি শিফটে এই যান নিয়ন্ত্রণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সাননিউজ/জেআই