নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণির কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন।
বুধবার (২৩ জুন) সকাল থেকে তারা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এসময় তারা হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
আন্দোলনকারীদের দাবি, হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ১৫৫ জন কর্মচারী কভিডকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বেতন পরিশোধের সিটে স্বাক্ষর নেয়া হলেও দীর্ঘ এক বছর ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছেন। এ অবস্থায় বাধ্য হয়ে তারা বেতন-ভাতা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করছেন।
সান নিউজ/ আরএস