নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর শহরকে সবুজের সমারোহ করার লক্ষ্য নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন পৌর মেয়র অমিতাভ বোস। বুধবার (২৩ জুন) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি ফরিদপুর ইউনিটের সামনে আইল্যান্ডে একটা ফুলের গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় পৌর মেয়র বলেন, ফরিদপুর শহরকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে হবে। এজন্য বৃক্ষরোপনের বিকল্প নেই।
একদিকে নগরায়নের ফলে শহরের সৌন্দর্য দিনের পর দিন নষ্ট হচ্ছে। অন্যদিকে শহরে পর্যাপ্ত ফুলের গাছ না থাকায় শহরের সৌন্দর্য অনেকাংশে হারিয়ে যাচ্ছে। শহরে নানা জাতের ফুলের গাছ থাকলে শহরের সৌন্দর্য বাড়বে। একই সাথে বিভিন্ন ধরনের গাছ থাকলে এর থেকে প্রচুর অক্সিজেন পাওয়া যাবে। তাই এই সবুজায়ন কর্মসূচি সারা বছর চলমান থাকবে বলেও জানান মেয়র।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ জাফর খান, আওয়াল খান তনু, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, উপ সহকারী প্রকৗশলী সৈয়দ মোঃ আশরাফ, উপ সহকারী সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক রফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী সিভিল শিমুল দাস ও জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।
সান নিউজ/ আরএস