নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নমিতা রানী ঘোষ (৫৬) নামে এক সিনিয়র নার্সের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩জুন) দিবাগত রাত ৩ টায় তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান।
বুধবার(২৪জুন) গোপালগঞ্জের মানিকদাহ শ্মশানে মৃতের শব দাহ করা হয়।
নিহত নমিতা রানী গোপালগঞ্জ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক জানিয়েছেন, গত রোববার (২০ জুন) তিনি করোনায় আক্রান্ত হন। সোমবার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।
গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪২জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১জনের। আর চলতি মাসে জেলায় ২ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৯১১জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪২৮জন করোনা পজেটিভ হয়েছে। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
সান নিউজ/ আরএস