নিজস্ব প্রতিবেদক : নওগাঁয় ২২ দিন পর করোনা ভাইরাস শনাক্ত এবং মৃত্যুতে নতুন রেকর্ড করেছে । গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছে ৫৩ জন।
বুধবার (২৩ জুন) সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি মাসের ১ জুন করোনায় সর্বোচ্চ মৃত্যু ছিল তিনজনের। আজ সর্বোচ্চ চারজনের মৃত্যুর রেকর্ড করলো নওগাঁ।
জেলা স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন ২৪৫ নমুনার বিপরীতে ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪৩ জনের বিপরীতে ৫১ জন এবং আরটিপিসিআর থেকে একজনের নমুনার বিপরীতে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ সান নিউজকে জানায়, নতুন ৫৩ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট ৩ হাজার ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৬ শতাংশ। এ সময় সদর উপজেলার চারজনের মৃত্যু হয়েছে। ওই জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬৮ জনের।
এদিকে করোনা সংক্রমণ রোধে চলতি মাসের ৩ জুন থেকে নওগাঁ জেলার কয়েকটি উপজেলায় সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করা হয়।
এই লকডাউন শেষে পরে জেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়। করোনার সংক্রমণ ঠেকাতে নওগাঁয় এখনো বিশেষ বিধিনিষেধ চলমান রয়েছে।
সান নিউজ/ এসএ