নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার শিমুলিয়াঘাট এলাকা হতে এক মিনি ট্রাক ভর্তি নিষিদ্ধ চাই জাল বা চায়না চাইসহ এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২১ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের লে: কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পদ্মা সেতু কম্পোজিট ষ্টেশন মাওয়া কর্তৃক মাওয়ার শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে ২৯ বক্র (২৫২ পিছ) চাই জালসহ ১ জনকে আটক করা হয়।
এ সমস্ত চাই জালের মূল্য অনুমানিক ৯ লক্ষ টাকা বলে জানায় কোস্টগার্ড। পরে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং চাই জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার মো. হৃদয়ান জানান, চাই জালগুলো মিনি ট্রাকে ভরে পদ্মা নদীতে মাছ ধরার জন্য আনা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করা হয় ৷ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সান নিউজ/ আরএস