নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)র সামনের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এতে বেশকিছু ফলমূল ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
সোমবার (২১ জুন) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী উপ-সচিব ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।
তিনি বলেন, উচ্ছেদ অভিযানে কাঁচামাল, ফলমূলসহ বেশ কিছু মালামাল জব্দ করা হয়েছে। পাশাপাশি কয়েকজনকে আটকও করা হয়েছে।
মনিরুজ্জামান বলেন, যেহেতু কাঁচামাল নষ্ট হয়ে যাবে, তাই জব্দকৃত মালামালগুলো নিলাম করা হয়েছে।
তিনি বলেন, ফুটপাতে অবৈধভাবে বসা হকার মুক্ত করতে প্রায়ই অভিযান চালানো হয়। সকালে অভিযান চালালে আবার বিকালে বসে পড়ে। তাই আজ সন্ধ্যায় অভিযান চালানো হয়েছে।
সাননিউজ/এমআর/এফএ