নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বর্ডার এলাকা থেকে একটি মূল্যবান লোহা কাঠ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে গাছটি কেটে নেই একটি সংঘবদ্ধ দল। গাছের অবশিষ্ট খণ্ডাংশ বনের মধ্যেই রয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে বৃহৎ এই গাছটি কেটে একটি খণ্ডাংশ নিয়ে যায় দুর্বৃত্তরা। অবশিষ্ট খণ্ডাংশ গাছের গোড়ার পাশে রয়ে গেছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী লোহা গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, লাউয়াছড়া বনের একেবারে সীমান্ত এলাকা থেকে গাছ চোরেরা এই গাছটি কেটে ফেলে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে গাছ চুরি বন্ধ ছিল। এখন লোহা কাঠ গাছ কেটে একটি খণ্ডাংশ নিয়ে গেছে। তবে গাছের বেশির ভাগ অংশ ফেলে গেছে। আমরা বন বিভাগ গাছ কাটার বিষয়টি তদন্ত করছি। সেই সাথে গোপনে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এ ব্যাপারে মামলা করা হবে।
সান নিউজ/ আরএস