নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (২১জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ফরিদপুরের তিন পৌর শহরে কঠোর বিধি-নিষেধ।
ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা পৌর শহর এলাকায় সাত দিনের এই বিধি-নিষেধ জারি করে জেলা প্রশাসন।
সকাল থেকেই দেখা যায়, ফরিদপুর পৌর শহরের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে পুলিশের নজরদারি। কোন যানবাহনকে শহরের ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষার মধ্যে ১০১টি করোনা পজিটিভ হয়েছে, আর মারা গেছেন আরও দুই ব্যক্তি। মারা যাওয়ারা ব্যক্তিরা হলেন, আকমল বিশ্বাস (৭৮) এবং দেলোয়ার হোসেন (৬০)। এই নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২০১ জনে।
সান নিউজ/ আরএস