নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪ জনের মৃত্যু। এ সময় আক্রান্ত হয়েছেন আরও ১৯০ জন। এতে সেখানে করোনা শনাক্তের হার হয়েছে প্রায় ১৯ দশমিক ১৫ শতাংশ।
সোমবার (২১ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে ১৯০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১২৮ জন এবং বিভিন্ন উপজেলার ৬২ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাঁশখালীর ৩ জন, লোহাগড়ার ১ জন, আনোয়ারার ১, চন্দনাইশের ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, রাউজানের ৪ জন, ফটিকছড়ি ২১ জন, হাটহাজারীর ১৫ জন, সীতাকুণ্ডের ৯ জন, সন্দ্বীপের ১ জন ও মিরসরাইয়ের ১০ জন রয়েছেন।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ২২৮ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৯৪৩ জন।
সান নিউজ/এনএম