নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা, স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কারসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাতে ১৪ এপিবিএন কুতুপালং পুলিশ এসআই মো. আরিফুর রহমানের নেতৃত্বে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
পরে রোববার (২০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানায় তাদের সোপর্দ করা হয়।আটকরা হলেন, ৫নং রোহিঙ্গা ক্যাম্পের 'এ' ব্লকের মো. ইসলামের ছেলে আইয়ুব (৩৪) ও তার স্ত্রী নুর নেছা (৩২)।
পুলিশ জানায়, কুতুপালংয়ের ৫নং রোহিঙ্গা ক্যাম্পের 'এ' ব্লকের মো. ইসলামের ছেলে আইয়ুব (৩৪) এর বসত ঘরের মেঝে খুঁড়ে তিনটি স্বর্ণের বার, ১৯টি আংটি, দুই জোড়া কানের দুল, দুইটি ছোট টিকলি, একটি ব্রেসলেট, চারটি চেইন (লকেটসহ তিনটি), দুইটি চুলের ক্লিপ, আটটি চুড়ি, একটি নাক ফুল, একটি গলার নেকলেসসহ মোট ৮০৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশি ২৬ লাখ টাকা ও মায়ানমারের ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ জানান, আটককৃত রোহিঙ্গা দম্পতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সান নিউজ/এসএ/এমএইচ