নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা সদর হাসপাতালে করোনা ইউনিটের কার্যক্রম ইউনিট চালু করা হয়েছে। বর্তমানে এ ইউনিটে ৪ জন রোগী ভর্তির রয়েছেন।
রোববার (২০জুন) সকালে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভায় খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান।
এ দিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের ৩য় ও ৪র্থ তলার করোনা ইউনিটের জন্য ৭০ টি সিট নিয়ে প্রস্তুত করা হয়েছে এ ইউনিট। অতিরিক্ত আটজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে হাসপাতালের অন্য চিকিৎসকরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।
খুলনায় করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শয্যা সংকট দেখা দেওয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালের ১০০ শয্যার ইউনিটকে ১৩০ শয্যার করা হয়েছে। শয্যা সংখ্যা বৃদ্ধি করার পরও রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় খুলনা সদর হাসপাতালে করোনা ইউনিট চালু করা হয়েছে।
সান নিউজ/ আরএস