নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে "মুজিব শতবর্ষ" উপলক্ষে দ্বিতীয় দফায় সারাদেশের ন্যায় ৩২৫ টি গৃহ ও ভূমিহীন পরিবার পেলেন নতুন ঘর।
আশ্রয়ণ ২ প্রকল্পের মাধ্যমে রোববার (২০ জুন) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সময় উপকারভোগীদের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নোমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ উল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া।
সান নিউজ / আরএস