নিজস্ব প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলায় রোববার (২০ জুন) রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্ত ৭ দিনের কঠোর লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার (১৯ জুন) রাতে জেলা প্রশাসেকর সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ ঘোষণা দেয়া হয়।
এ বিষয়ে রাতেই জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুঁকি মোকাবিলায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক আজ রোববার ২০জুন রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্তু কঠোর লকডাউন চলবে।
লকডাউন চলাকালে, সকল প্রকার মুদি দোকান, শপিংমল, রেস্তোরাঁ ও চায়ের দোকান বন্ধ থাকবে। এ সময় কাঁচাবাজার, মাছ ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থকবে। সকল প্রকার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
সান নিউজ/ আরএস