নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৩.৯৭ শতাংশ।
শনিবার (১৯ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে ১৩৩টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে শনাক্ত হয় ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫৯১ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে ২৯ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। অন্যদের মধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গার ৮ জন এবং জীবননগরের ৮ জন রয়েছে।
নতুন করে ১২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে মোট ১১ হাজার ৭৭৬ জনের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এসেছে ১১ হাজার ৩১৫ জনের।
জেলায় করোনায় ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে যা রেকর্ড মৃত্যু। মৃতদের মধ্যে দুইজন সদর উপজেলার, দুইজন দামুড়হুদা উপজেলার এবং একজন জীবননগর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়াল।
এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ৭৩ জনের ও জেলার বাইরে ৯ জনের। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট করোনা রোগীর সংখ্যা ৫৭১ জন।
অন্যদিকে, করোনাভাইরাস পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়ন এলাকায় রোববার সকাল থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন।
সান নিউজ/ আরএস