নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভা ও আলুকদিয়া ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। রোববার (২০ জুন) সকাল ৬ টা থেকে কার্যকর করা লকডাউন এর বিধিনিষে শেষ হবে ২৬ জুন রাত ১২টাই।
এর আগে শনিবার(১৯ জুন) বিকালে করোনা সংক্রান্ত জরুরি সভায় এ ঘোষণা দেয়া হয়।
বিধিনিষেধে বলা হয়েছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে সকাল থেকে বেলা ১২ টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। এছাড়া জেলার সকল পশুর হাট বন্ধ থাকবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, সিভিল সার্জন ডাঃ মারুফ হাসান, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, ৬ বিজিবির পরিচালকসহ, বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/ আরএস