নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: মহামারি করোনা ভাইরাসে আরও ছয় জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে ফরিদপুরে। আর ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ জন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার নারী ও দুই পুরুষ। এছাড়া ৩১৬টি নমুনা পরীক্ষার মধ্যে ৭৯টি পজিটিভ হয়েছে। এদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার জানান, কোভিডে মারা যাওয়া রোগীরা হলো, ফরিদপুরের নগরকান্দার জ্যোৎস্না বেগম (৪৫), সিরিয়া বেগম (৬৫), বোয়ালমারীর আবুল হোসেন (৭০), ফরিদপুর সদরের ফজলুর রহমান (৪৮), ভাটিলক্ষিপুর আজিজুর শেখ (৫২), রাজবাড়ির আক্তারি (৩৫)। তিনি বলেন, গত এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মৃত্যু ।
সান নিউজ/ আরএস