নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৪১ মাসে ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করে জেলায় দৃষ্টান্ত স্থাপন করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান। দায়িত্ব পাওয়ার পর থেকে এই কাজে কৃতিত্ব অর্জন করায় সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯জুন) সকালে এতথ্য নিশ্চিত করেছেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান।
তিনি চৌহালী উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সদরে ভূমিকর্মকর্তা ও বেলকুচিতে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত ৩৫০টি বাল্যবিয়ে বন্ধ করেছেন। বেলকুচিতে ১০০টি, চৌহালীতে ৩৪টি, সদর উপজেলায় ২১৬টি বিয়ে বন্ধ করেন। তিনি তিনটি উপজেলায় অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী মেয়েদেরকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করেছেন।
গতকাল শুক্রবার রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা মধ্য দিয়ে জেলায় ৩৫০টি ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এতে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু বেড়ে যায় এবং নারীর ক্ষমতায়ন কমে যায়। শীঘ্রই বেলকুচি উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
সান নিউজ/ আরএস