বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১৮ জুন ২০২১ ১৩:২৫
সর্বশেষ আপডেট ১ জুলাই ২০২১ ১৫:০৪

রূপগঞ্জে নেশাদ্রব্যসহ ২৪ তরুণ-তরুণী আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে নেশাদ্রব্যসহ ২৪ তরুণ-তরুণী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পূর্বাচলের ১ নম্বর সেক্টর এলাকার হোয়াইট হাউস থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, বিয়ার, জুয়া ও ডিজে পার্টির সরঞ্জামসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বরগুনার আমতলী উপজেলার কুনাইচর গ্রামের মৃত কেতাবআলীর ছেলে আফাজদ্দিন (৪০), একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সিয়াম(১৯), ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের আব্দুল মান্নানের ছেলে লাভলু (৩২), একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩৮), মোজাম্মেলের ছেলে ফরিদ (৩৪), শেরপুরের নকলা উপজেলার বাউসা গ্রামের আশরাফুলের ছেলে জসিম উদ্দীন (২৬), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আব্দুল্লাহর ছেলে নোসাইব (২০), কুমিল্লার লাকসাম উপজেলার আমিরাবাদের সাইদুর রহমানের ছেলে সাইফুল (৩৯) বরিশালের বাবুগঞ্জ থানার উত্তর রায়ের চর গ্রামের আলী আকবরের ছেলে মজিবুর রহমান (৪০), ঝালকাঠির কানুদাস গ্রামের আব্দুল লতিফের ছেলে নুর আলম (২২), রেস্টুরেন্টে মালিক পূর্বাচলের পশ্বি এলাকার বাসিন্দা নজরুলের ছেলে আবির রায়হান (২৮), লাবনী (২১), নাইমা (১৯), সনিয়া (১৮), জেরিন আক্তার (২৫), মায়া বেগম (২৫), রিয়া আক্তার ফারিয়া (১৯) ও রুবিনা আক্তার (২০)।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধীনে নির্মাণাধীন রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পের অস্থায়ী একটি রেস্টুরেন্টে দীর্ঘ দিন ধরে মাদকের আসর, ডিজে পার্টি, জুয়ার আড্ডা ও অসামাজিক কার্যকলাপ চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নয় ক্যান বিদেশি বিয়ার, তিন বোতল বিদেশি মদ, নগদ দুই লাখ ৪৭ হাজার ৫০০ টাকাসহ বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও করোনাকালে সংক্রমণ ব্যাধি ছড়ানোসহ অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগে পৃথক আইনে মামলা করা হয়েছে। শুকবার তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত ওই রেস্টুরেন্টের মালিক নজরুলসহ একাধিক ব্যক্তি পলাতক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা