নিজস্ব প্রতিবেদক, খুলনা : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনা করোনা হাসপাতালে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
শুক্রবার (১৮ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
এ ছাড়া হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৬৮ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেডজোনে ১০৬ জন, ইয়ালোজোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
সান নিউজ/এনএম